ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সোমবার রাতে রাশিয়ার পক্ষ থেকে ছোড়া ইরানে তৈরি ১৭ শাহেদ ড্রোনের মধ্যে ১৪টি ধ্বংস করেছে। মঙ্গলবার এই দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেন জানিয়েছে, আজভের সৈকত এলাকা মোট ১৭টি ড্রোন ছোড়া হয়েছে বলে রেকর্ড করা হয়।
তবে এসব হামলায় কোনো মানুষ হতাহত হয়নি বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর।
যদিও রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের দাবির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা