১৪ দিন পর ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

0

১৪ দিন পর চালু হলো পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। 

এর আগে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিবির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় বন্ধ করে দেয়া হয়। বর্তমানে পায়রার তাপ বিদ্যুৎ কেন্দ্রর প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। 

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো বলেন, পিডিবির অনুমোদন পাওয়ার পরই আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি।  এর আগে তাদের নির্দেশক্রমে উৎপাদন বন্ধ রাখা হয়েছিলো। আমাদের দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ এর কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি শিগগিরই দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here