১৪ কেজি স্বর্ণসহ ধরা অভিনেত্রী, মুক্তির আবেদন নাকচ

0
১৪ কেজি স্বর্ণসহ ধরা অভিনেত্রী, মুক্তির আবেদন নাকচ

স্বর্ণকাণ্ডে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাওর সুপ্রিম কোর্টে করা আবেদন খারিজ হয়েছে। আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার হন অভিনেত্রী রান্যা রাও। ওই সময় তার সঙ্গে ধরা পড়েন তরুণ কোন্ডারু রাজু, সাহিল জৈন। এই তিনজন মিলে স্বর্ণ পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন বলে তদন্তে জানা গেছে। দুবাই, উগান্ডা এবং অন্যান্য দেশের মাধ্যমে পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো।

২০২৫ সালের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা রাও। একাধিক নিম্ন আদালত জামিন নাকচ করার পর রান্যা রাওর মা রোহিণী রাও, রাজুর মা রমা রাজু এবং সাহিল জৈনের মা প্রিয়াঙ্কা সারকারিয়া উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা ‘কফিপোসা’ আইন অনুযায়ী আটক চ্যালেঞ্জ করেন এবং মামলা খারিজের আবেদন জানান।

সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, নিম্ন আদালতের রায়ই বহাল থাকবে। ফলে স্বর্ণ পাচার মামলার কার্যক্রম চলবে আগের মতোই।

গ্রেপ্তারের সময় রান্যা রাওর বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং প্রায় দুই কোটি রুপির স্বর্ণালঙ্কার। আটক করা ১৪ কেজি স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি রুপি ছিল বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here