মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। এখনো টাইগারদের চেয়ে ২৩৬ রানে পিছিয়ে আছে আফগানরা।
ফলোঅন করানোর সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশ টেস্ট দলের সাময়িক অধিনায়ক লিটন কুমার দাস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
টাইগারদের বোলিং তোপে কোনো আফগান ব্যাটারই খুব একটা সুবিধা করতে পারেননি। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন আফসার জাজাই।
বাংলাদেশের হয়ে বল হাতে তোপ দেগেছেন পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। এবাদত ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। শরিফুল, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ নিয়েছেন দুইটি করে উইকেট।