প্রায় ১৩ বছর পর প্রথম কাতারি বাণিজ্যিক ফ্লাইট মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবতরণ করেছে।
গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর থেকে এই গোষ্ঠীটি কার্যকরভাবে দেশের দায়িত্বে রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সিরিয়ার প্রধান বিমানবন্দরে আন্তর্জাতিক যানবাহন আবার শুরু হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় দুপুর প্রায় একটায় এটি অবতরণ করে। এর আগে বিমানবন্দরের প্রথম বহির্গামী ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহের উদ্দেশ্যে যাত্রা করে। সূত্র: মিডল ইস্ট আই, ডয়েচে ভেলে