১৩ বছর কারাগারেই থাকতে হবে পপ তারকা ক্রিসকে

0

২০২২ সালে চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উ ইফানকে ১৩ বছরের কারাদণ্ড দেন চীনের একটি আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন গায়ক। তবে আপিলটি খারিজ করে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বেইজিংয়ের থার্ড ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট ক্রিস উ ইফানের আপিল খারিজ করে পূর্বের রায় বহাল রেখেছেন। আদালত বলেছেন, মূল রায়ের (তার অপরাধ) তথ্যগুলো স্পষ্ট, প্রমাণগুলো নির্ভরযোগ্য এবং দোষী সাব্যস্ত হয়েছে। আইনের প্রয়োগ সঠিক, সাজা যথাযথ হওয়ায় বিচার প্রক্রিয়াকে আইনি বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে চীনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ক্রিসকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ২০১৮ ও ২০২০ সালেও একাধিক নারীকে ধর্ষণের প্রমাণ পান আদালত।

সেই সময়ে এক কিশোরী অভিযোগ করেন, তিনি মদ্যপ থাকা অবস্থায় তার সঙ্গে ক্রিস উ ইফান ধর্ষণ করেছেন। যদিও ক্রিস উ অভিযোগটি প্রত্যাখ্যান করেন। সূত্র : গ্লোবাল টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here