১৩ কোটির পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই

0
১৩ কোটির পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই

শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে ১৩ কোটি রুপিতে রিটেইন করেছিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে এবার তার ওপর আস্থা রাখছে না চেন্নাই। আসন্ন ২০২৬ আইপিএল আসরের আগে পাথিরানাকে ছেড়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি

২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্সের পর পাথিরানাকে ডেথ-ওভার বিশেষজ্ঞ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সম্প্রতি ইনজুরি এবং ফর্মহীনতা কারণে আসন্ন আইপিএলে তাকে ছাড়াই নতুন মৌসুমের পথে হাঁটছে সিএসকে।

২০২৩ মৌসুমে পাথিরানার উত্থান ছিল চোখে পড়ার মতো। ১২ ম্যাচে ১৯ উইকেট, ইকোনমি ৮.০১। তবে এরপরই শুরু হয় ইনজুরির ধকল। ২০২৪ মৌসুম কাটান অসম্পূর্ণভাবে, আর ২০২৫-এ ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছিলেন স্পষ্টতই ছন্দের বাইরে।

আইপিএলে তিন মৌসুমে পাথিরানার উইকেট সংখ্যা ৪৭ (৩২ ম্যাচ), ইকোনমি ৮.৬৮-সংখ্যাগুলো এখনো চিত্তাকর্ষক। তবে ইনজুরি ঝুঁকি আর অনিয়মিত পারফরম্যান্স শেষ পর্যন্ত তার চেন্নাই–অধ্যায় দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here