মস্কো অভিমুখে এগিয়ে আসা দুইটিসহ বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো মস্কো ও ক্রিমিয়া উপদ্বীপের সিভাস্তোপোল এলাকায় দিকে ধেয়ে আসছিল। বৃহস্পতিবার রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়।
এদের মধ্যে দুটি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আর বাকি নয়টি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছানোর আগেই কৃষ্ণসাগরে আছড়ে পড়ে।
তবে এ বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা