১৩৮ কোটি ডলার আয় করে রেকর্ড গড়ল ‘বার্বি’

0

‘সুপার মারিও ব্রোস’ সিনেমাকে টপকে বছরের সেরা আয় করা সিনেমার খেতাব নিজের দখলে নিল ‘বার্বি’। কল্পনার গোলাপি পুতুলকে বাস্তবে রূপ দেওয়া সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ১৩৮ কোটি ডলার।

আর এর মাধ্যমে আয়ের দিক দিয়ে সুপার মারিও ব্রোসকে ছাড়িয়ে গেছে সিনেমাটি। সুপার মারিও ব্রোস আয় করেছে ১৩৬ কোটি ডলার। 

হলিউডের বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিল সুপার মারিও ব্রোস হবে চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। তবে গ্রেটা জেরউইং পরিচালিত বার্বি সেই ধারণা ভুল প্রমাণ করেছে। 

বার্বির সাথে একই সময়ে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের সিনেমা ওপেনহেইমার এখন পর্যন্ত আয় করেছে ৮৫৩ মিলিয়ন ডলার।  আর চলতি বছরের সিনেমা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির আয় ৮৪৬ মিলিয়ন ডলার।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here