যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ‘ওপেন এআই’ ও বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ‘মাইক্রোসফটে’র কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি করেছেন ইলন মাস্ক।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এ দাবিতে মামলা করেছেন তিনি।
মাস্কের দাবি, সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ওপেন এআইকে প্রাথমিক সহায়তা দিয়ে তিনি অবদান রেখেছেন। সেই অবদানের মাধ্যমে দুই প্রতিষ্ঠান যা লাভ করেছে তা তারও প্রাপ্য। তার মাস্কের মতে, তার বিনিয়োগ ও সহায়তা না থাকলে প্রতিষ্ঠান দুটি এত বড় লাভ করতে পারত না।
মামলায় বলা হয়েছে, ২০১৫ সালে মাস্ক ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতা থাকাকালীন বিলিয়নেয়ার উদ্যোক্তার অবদান থেকে ওপেনএআই ৬৫.৫ বিলিয়ন থেকে ১০৯.৪ বিলিয়ন ডলার লাভ করেছে। একই সঙ্গে মাইক্রোসফট ১৩.৩ বিলিয়ন থেকে ২৫.১ বিলিয়ন ডলার লাভ করেছে।
মাস্ক আরও অভিযোগ করেছেন, চ্যাটজিপিটি অপারেটর ওপেনএআই তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য লঙ্ঘন করে লাভমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
ওপেনএআই, মাইক্রোসফ্ট ও মাস্কের আইনজীবীরা ব্যবসায়িক আলোচনার বাইরে মামলার বিষয়ে মন্তব্যে রাজি হননি।
তবে, শুক্রবার মাস্কের ক্ষতিপূরণের দাবি চ্যালেঞ্জ করেছে কোম্পানি দুটি। ওপেনএআই বলছে, মামলাটিকে ভিত্তিহীন ও মাস্কের হয়রানি করারই একটি অংশ। মাইক্রোসফ্টের পক্ষ থেকে বলা হয়েছে, ওপেনএআইকে সহায়তা ও প্ররোচনা দেওয়ার কোনো প্রমাণ নেই।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের এক বিচারক জানিয়েছেন, মাস্কের মামলার শুনানি জুরির সামনে হবে, যা আগামী এপ্রিলে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইলন মাস্ক ২০১৮ সালে ওপেনএআই ছেড়ে দেন। এখন তিনি চ্যাটবট ‘গ্রোক’ পরিচালনা করছেন। অন্যদিকে, মাইক্রোসফট ২০২৯ সালে ওপেনএআই-তে মাল্টি-বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কোম্পানিটি ওপেন এআই-এর প্রধান ক্লাউড পার্টনার।

