১৩শ ইহুদিসহ ইসরায়েলি মন্ত্রীর আল আকসায় প্রবেশের নিন্দা সৌদি আরবের

0
১৩শ ইহুদিসহ ইসরায়েলি মন্ত্রীর আল আকসায় প্রবেশের নিন্দা সৌদি আরবের

দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। খবর আল-আরাবিয়ার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ইসরায়েলি কর্মকর্তারা ও দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল প্রচেষ্টার কঠোর নিন্দা জানায়, এবং আল-আকসার পবিত্রতার ওপর নিরবচ্ছিন্ন হামলার তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করে।’

এর আগে, স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব সুকোটের দ্বিতীয় দিনে বেন-গাভিরের নেতৃত্বে অবৈধভাবে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। যদিও কঠোরভাবে সুরক্ষিত মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। তবে দখলদার ইসরায়েল এসবের তোয়াক্কা করছে না।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। একে ফিলিস্তিনিরা নিজেদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে দেখে। স্থিতাবস্থা নীতি অনুযায়ী, এই স্থানে শুধুমাত্র মুসলিমরাই প্রার্থনা করতে পারবেন। মসজিদ প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্বে জর্ডান-নিযুক্ত ইসলামিক ওয়াকফ বিভাগ থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ করে ইসরায়েলি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here