প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে নেমেছিলেন স্টিভেন স্মিথ। তবে শুরুটা ভালো করতে পারলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ের অভিষেকে আউট হয়ে গেছেন মাত্র ১২ রান করে।
বুধবার অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ক্যারিবীয়দের প্রথম ইনিংস থেমেছে ১৮৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন কার্ক ম্যাকেঞ্জি। জাতীয় দলের জার্সিতে আজ প্রথম ফিফটি পেয়েছেন তিনি।
জবাবে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের অবসর পরবর্তী শূন্যস্থান পূরণে চার নম্বর ছেড়ে ওপেনিং ভূমিকায় আনা হয় স্মিথকে। তবে ওপেনার হিসেবে ম্যাচটি রাঙাতে পারলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলের অভিষিক্ত পেসার শামার জোসেফের প্রথম বলেই জাস্টিন গ্রিভসকে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ১২ রান করে।
দুই উইকেটে ৫৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ১২৯ রানে। স্মিথের পর লাবুশেনকেও ফিরিয়েছেন শামার জোসেফ। উসমান খাজা ৩০ ও ক্যামেরুন গ্রিন ৬ রানে অপরাজিত আছেন।