১২ বছর পর সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

0

দামেস্ক সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আলাপ-আলোচনা করতে দামেস্ক সফরে যান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রিন্স ফয়সালকে বিমানবন্দরে অভিনন্দন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রী মানসুর আজম। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দর থেকে সোজা প্রেসিডেন্ট প্রাসাদে যান এবং সেখানে বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রিন্স ফয়সালের এ সফর বিগত ১২ বছরের মধ্যে কোনও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সিরিয়া সফর।২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ২০১২ সালের মার্চ মাসে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ এবং সিরিয়া থেকে নিজের সব কূটনীতিককে প্রত্যাহার করে নেয়।

এরপর দু’দেশ গতমাসে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। বিগত মাসগুলোতে সিরিয়ার সঙ্গে তার আরব প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স, ফিন্যান্সিয়াল টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here