১২ বছর পর সান্তোসের জার্সিতে নেইমার, হয়েছেন ম্যাচ-সেরা

0

প্রায় ১২ বছর ইউরোপ ও এশিয়া মাতিয়ে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। ভিলা বেলমিরা স্টেডিয়ামে সান্তোস ও বোতাফোগো এফসির ম্যাচ দেখতে উপচে পড়ে দর্শক। যদিও নেইমারের দল সান্তোস এই ম্যাচে জয়ের দেখা পায়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনের দিন সান্তোসের হয়ে মাঠে নেমেছেন তিনি। নেইমারের নামার সময় সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

ফেরার ম্যাচটি অবশ্য চমকপ্রদ কোনো পারফরম্যান্সে রাঙাতে পারেননি নেইমার। দু-একটি ঝলক দেখালেও খেলায় ছিল না ধার। তার পরও অবশ্য ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি তিনিই পেয়েছেন।

ইউরোপ যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জিতেছিলেন নেইমার। যার মধ্যে রয়েছে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস শিরোপা। সেই সময় বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজন ধরা হতো তাকে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর (সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে পিএসজিতে যোগ দেন।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। তবে সেখানে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় নেইমারকে।

এবার আগামী বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে হলে তার ভালো পারফর্ম করতে হবে যা সবার জানা। এখন দেখার বিষয় ব্রাজিলে নেইমার নিজের পুরোনো রূপে ফিরতে পারেন কিনা।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here