১২ বছর পর ফিরছে ‘রাউডি রাঠোর’, থাকছেন না অক্ষয় কুমার

0
১২ বছর পর ফিরছে ‘রাউডি রাঠোর’, থাকছেন না অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রাউডি রাঠোর’ মুক্তির ১২ বছর পর আসছে এর সিক্যুয়েল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ—এই পর্বে আর থাকছেন না মূল চরিত্রের নায়ক অক্ষয় কুমার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বলিউডে ইতিমধ্যেই সিক্যুয়েল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বনশালি বর্তমানে ব্যস্ত আছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন বছর ধরে সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান মিলে চিত্রনাট্যে কাজ করছেন। পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় পরিচালক পিএস মিথ্রান। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই শুরু হবে শুটিং।

সবচেয়ে বড় চমক হলো, অক্ষয় কুমার নয়, এবার নতুন কোনো তারকাকে নেওয়া হবে প্রধান চরিত্রে। প্রথমে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম বিবেচনায় থাকলেও তিনি প্রকল্প থেকে সরে গেছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার তারা একজন ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নিতে চায়, তিনি অক্ষয়ের জায়গা পূরণ করতে পারেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাউডি রাঠোর’ ছিল এস এস রাজামৌলির তামিল সিনেমা ‘বিক্রমারকুডু’ (২০০৬)-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিব ‘শিবা’ ভরদ্বাজ, এই দ্বৈত চরিত্রে অক্ষয় কুমার দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here