১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ

0
১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের (১২ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত দেশের সব মাদরাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদ বা অন্য যেকোনো ধরনের নির্বাচন আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সম্প্রতি নির্বাচন কমিশনের একটি নির্দেশনা অনুসরণ করে সোমবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন (১২ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশের যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে। যার আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) এক স্মারকে বলা হয় দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here