১২ এপ্রিল নিউইয়র্কে ‘মঙ্গল শোভাযাত্রা’

0

বাংলা নতুন বছরকে বরণের অভিপ্রায়ে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আগামী ১২ এপ্রিল সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা ব্যাপক প্রস্তুতি চলছে। 

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের সদস্য-সচিব মুজাহিদ আনসারী। 

এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক খ্যাতনামা কন্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উদযাপন পরিষদের জন্যে গঠিত উপদেষ্টা মণ্ডলীর সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে আরও ছিলেন সাগর লোহানী, সনজীবন কুমার, রামদাস ঘরামী, আলী হাসান কিবরিয়া অনু, জাকির হোসেন বাচ্চু, ড. ওবায়দুল্লাহ মামুন প্রমুখ। 

এবারের মঙ্গল শোভাযাত্রার মূল স্লোগান হলো ‘অশুভের দুয়ারে শুনি জনতার রণধ্বনি’।

শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে তালিকাভুক্ত সংগঠনগুলো হলো- অনুপ ড্যান্স অ্যাকাডেমি, আনন্দধ্বনী নিউইয়র্ক, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি), উদীচী যুক্তরাষ্ট্র শাখা, উদীচী জ্যামাইকা শাখা, একুশে চেতনা পরিষদ, গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা, তারার আলো ইউএসএ, প্রকৃতি, প্রগ্রেসিভ ফোরাম, পন্ডিত কৃষাণ মহারাজ তাল তরঙ্গ ইনস্টিটিউট নিউইয়র্ক, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আটর্স (বাফা), বাংলাদেশ ক্লাব, যুক্তরাষ্ট্র, বাঙালীয়ানা ইউএসএ, বাঙালীয়ানা ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ অ্যাসোশিয়েশন (এনওয়াইপিডি), বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের‌্যান্স-১৯৭১ ইউএসএ, ভয়েস অব ওইমেন অ্যামপাওয়ারমেন্ট ইউএসএ, মিথান ড্যান্স অ্যাকাডেমি, রবীন্দ্র অ্যাকাডেমি ইউএসএ, লালন পরিষদ ইউএসএ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিল্পকলা অ্যাকাডেমি, সঙ্গীত পরিষদ, সাহিত্য অ্যাকাডেমি নিউইয়র্ক, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোশিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here