টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে খেই হারানো দলটি শেষ পর্যন্ত থেমেছে ১২১ রানে।
বিপিএলের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের জয়ের জন্য চাই ১২২ রান।
নাহিদুলকে যোগ্য সঙ্গ দিয়ে ফাহিম আশরাফ নিয়েছেন ৩ উইকেট। চার ওভারে তিনি দিয়েছেন মাত্র ২০ রান।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন শহীদুল ইসলাম। এছাড়া ২০ রানে ঘর পেরোতে পেরেছেন চট্টগ্রামের মাত্র একজন ব্যাটার। আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরান ২২ বলে ২৪ রান করেছে।