১১ বছর পর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে খন্দকার বাপ্পির নতুন গান ‘মার খেয়েছি ২’। ২০১৩ সালে সংগীতার ব্যানারে ‘মার খেয়েছি’ গান রিলিজ হলে ব্যাপক আলোচিত হয়, তারই ধারাবাহিকতায় গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে নির্মাণ হয় ‘ মার খেয়েছি ২’
গানটির কণ্ঠ দেবার পাশাপাশি কথা ও সুর করেছেন খন্দকার বাপ্পি। সংগীত করেছেন মেহেদী বাপন। দেশী টায়রো এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসকে উপলক্ষ করে গানটি রিলিজের প্রস্তুতি চলছে। গানের মডেল হিসেবে কাজ করেছেন র্যাম্প মডেল রাখি ও তারেক।