১১০ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী গ্রেপ্তার

0

সুন্দরবনে খুলনা দাকোপ ঠাকুরবাড়ি খেয়াঘাট থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ আরিফুল সরদার (২৫) নামে এক চোরা শিকারীকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। তিনি সুন্দরবনে হরিণ শিকার করে তার মাংস লোকালয়ে এনে বিক্রির চেষ্টা করছিলেন। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা আরও ৪ জন হরিণ শিকারী পালিয়ে যায়।

বনবিভাগের সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আরিফুল সরদার তার সাথে থাকা আরও ৪ শিকারীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here