১০ হাজার বর্গমাইল জুড়ে অনুসন্ধানেও মেলেনি ডুবোযানের খোঁজ

0

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোযানের (সাবমারসিবল) সন্ধানে ১০ হাজার বর্গমাইল জুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু ডুবোযানটির খোঁজ মেলেনি।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটক নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত ডুবোযানটি গতকাল নিখোঁজ হয়।   

 যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে (ইএসটি) মার্কিন কোস্ট গার্ডরা ধারণা করেছিল, সাবটিতে ৭০ থেকে ৯৬ ঘণ্টা চলার মতো জরুরি অক্সিজেন ছিল।

নিখোঁজ সাবমারসিবলের মালিকানা প্রতিষ্ঠান ওসানগেট এক্সপেডিশন বলেছে, একাধিক সরকারি সংস্থা অনুসন্ধানে ব্যাপক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এর জন্য তারা অত্যন্ত কৃতজ্ঞ। 

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন নিখোঁজ টাইটানিক সাবের জন্য আন্তর্জাতিক অনুসন্ধানে যোগ দিতে গবেষণা জাহাজ আটলান্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফরাসি সরকার মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিশাল সাগরের নিচে সাবটি নিতান্তই ছোট। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here