বাজে ফর্মের জন্য সিডনি টেস্ট থেকে নিজেই সরে দাড়িয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর একাধিক পরিবর্তন হলো দলে। তবুও ফলাফলে কোনো পরিবর্তন নেই। মেলবোর্নের পর সিডনিতেও হারলো টিমইন্ডিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া জিতে নিলো ৩-১-এ।
সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা ছিল, তাও শেষ হয়ে গেল টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারতের। এ জয়ে আগামী বছর লর্ডসে অনুষ্ঠিতব্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় নামা অস্ট্রেলিয়া ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ—তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনো ১০৪ রান বাকি বলে ভারতের সম্ভাবনাও ছিল যথেষ্টই। কিন্তু বুমরা না থাকায় উসমান খাজা, হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও কম কঠিন ছিল। চার মেরে ম্যাচ শেষ করা ওয়েবস্টার ৩৪ বলে করেন ৩৯ রান, ৩৮ বলে ৩৪ করে অপরাজিত থাকেন সিরিজজুড়ে ভালো খেলা হেড।
এবারের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরা। গতকাল খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত একাই তুলেছিলেন ৩২ উইকেট, যখন ভারতের আর কারও ২০ উইকেটও ছিল না।