রণবীর কাপুর অভিনীত নতুন সিনেমা ‘অ্যানিমেল’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৭১৭ কোটি রুপি।
প্রযোজনা সংস্থা টি-সিরিজ আজ সোমবার জানিয়েছে, ১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ১০ দিনে বিশ্বব্যাপি ৭১৭ কোটি টাকা আয় করেছে। আর শুধুমাত্র ভারতে আয় করেছে ৫১৬ কোটি রুপি।
পরিচালক সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।