পেনাল্টি মিস, পোস্টের বাধা এবং লাল কার্ড সব সামলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যূতে রবিবার লা লিগার ম্যাচে অনেকক্ষণ ১০ জন নিয়ে খেলে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে জাভির দল।
ম্যাচের শুরুর দিকে একমাত্র গোলটি করেন রাফিনিয়া।
২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকল দলটি।
একজন কমে যাওয়ার আগপর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বার্সারই ছিল। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা জাভির দল গোলের দেখা পেয়ে যায় ১৫তম মিনিটেই। সের্হিও বুসকেতসের বক্সে বাড়ানো বল ধরে অরক্ষিত থাকা রাফিনিয়া বল জালে জড়ান।