১০ উইকেট নিলেন পাকিস্তানের নোমান, হারল দক্ষিণ আফ্রিকা

0
১০ উইকেট নিলেন পাকিস্তানের নোমান, হারল দক্ষিণ আফ্রিকা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দেখাতেই বাজিমাত করেছে পাকিস্তান। জয় দিয়ে শুরু হলো তাদের পথচলা। আগের বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা খুব একটা ভালো হলো না।
 
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান জিতেছে ৯৩ রানে। লাহোরে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৮৩ রানে।

এই ম্যাচে তাক লাগিয়েছেন পাকিস্তানি বোলার নোমান আলি। দ্বিতীয় ইনিংসে ৪টিসহ মোট ১০ উইকেট নিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২০ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার পেলেন এই স্বাদ।

দক্ষিণ আফ্রিকার শেষ তিনটিসহ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেন পেসার শাহিন শাহ আফ্রিদিও।

পাকিস্তানের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। স্পিন সহায়ক উইকেটে তৃতীয় দিন শেষে জয়ের জন্য সফরকারীদের দরকার ছিল ২২৬ রান। আর পাকিস্তানের লাগত ৮ উইকেট।

বুধবার দিনের তৃতীয় বলেই টনি ডি জর্জিকে এলবিডব্লিউ করে প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন আফ্রিদি। নতুন ব্যাটার ট্রিস্টান স্টাবস খেললেন মাত্র ৮ বল। এরপর আসা যাওয়ার খেলায় পাকিস্তান পেয়েছে ৯৩ রানের জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here