১০১ অ্যাপে স্পাইওয়্যার, বিশেষজ্ঞদের সতর্কতা

0

স্পাইওয়্যার এমন একটি কম্পিউটার সফটওয়্যার, যা ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসে ইনস্টল হয়ে যায় এবং ব্যবহারকারীর উপর নজরদারি করে। এটার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ফাইল, ছবি ও ভিডিও চুরি করে। এরপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা হয় ব্যবহারকারীকে।

সম্প্রতি অ্যান্টিভাইরাস সংস্থা ডক্টর ওয়েবের নজরে এসেছে এমনই ১০১টি অ্যাপ, যেগুলোতে স্পাইওয়্যার রয়েছে। বিশেষজ্ঞরা স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করছেন এসব অ্যাপ ব্যবহারে। জানা গেছে, এরই মধ্যে এই অ্যাপগুলো ৪২ কোটির বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার মডিউলে মিনি গেমের আড়ালে, অ্যান্ড্রয়েড স্পাইস্পিনওকে নামের এই স্পাইওয়্যারকে বিপণন সফটওয়্যারের মোড়কে ছড়িয়ে দিচ্ছে স্মার্টফোনে। 

এমনকি গুগল প্লে-স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, তার মধ্যেও এই স্পাইওয়্যার পেয়েছেন তারা। হ্যাকাররা স্পিনওকে মডিউলের এমন ডিজাইন করা হয়েছে, যা দেখে ব্যবহারকারীরা খুব সহজেই আকৃষ্ট হবেন। কারণ এখানে বিভিন্ন মিনি গেম, একাধিক টাস্ক এবং পুরস্কারের টোপ দিয়ে রেখেছে। যা দেখে সাধারণ অ্যাপ মনে করেই ডাউনলোড করবেন ব্যবহারকারী। অ্যাপ ডাউনলোড করা হলেই এই ট্রোজাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট একটি কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল (সিঅ্যান্ডসি) সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করে।

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here