এবার টিভি সিরিজ হয়ে আসছে কল্পকাহিনী হ্যারি পটার। ব্রিটিশ লেখিকা জেকে রাউলিংয়ের লেখা বইয়ের ওপর ভিত্তি করেই বানানো হচ্ছে এই সিরিজ।
রাউলিংয়ের সাতটি বই কেন্দ্র করে এই টিভি সিরিজের প্রত্যেকটি সিজন বানানো হবে।
ওয়ার্নার ব্রুস ডিসকভারি বিবৃতিতে জানিয়েছে, নতুন প্রজন্মের মতো করে এই টিভি সিরিজ বানানো হবে। যেখানে হ্যারি পটার হাজির হবে নতুন রূপে।
সূত্র: বিবিসি