হ্যাডলির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ড পেসার ডাফি

0
হ্যাডলির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ড পেসার ডাফি

নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজে দেখালেন দুর্দান্ত পারফরম্যান্স। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তিনি ভেঙেছেন ৪০ বছরের পুরোনো রেকর্ড। একই বছরে সর্বোচ্চ উইকেটের তালিকায় পেছনে ফেলেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে।

তিন টেস্টে তিনবার ফাইফারসহ ২৩ উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন ডাফি। এর মধ্য দিয়ে এক পঞ্জিকাবর্ষে তার মোট উইকেট দাঁড়াল ৮১-তে। ১৯৮৫ সালে হ্যাডলির নেওয়া ৭৯ উইকেটের রেকর্ড এতদিন অক্ষত ছিল।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় ইনিংসে ২২.৩ ওভারে ৪২ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে রেকর্ড ৩২৩ রানের জয় এনে দেন ডাফি। সেই ম্যাচ জয়ী পারফরম্যান্সেই চার দশকের রেকর্ড ভাঙেন তিনি।

এই বছর ৩৯ ইনিংসে ১৭.১১ গড়ে উইকেট নিয়েছেন ডাফি। হ্যাডলি একই বছরে ২৯ ইনিংসে ১৮.৫১ গড়ে নিয়েছিলেন ৭৯ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৮৭ রানের ওপেনিং জুটি ভাঙার পর দলটি আর ম্যাচে ফিরতে পারেনি। মাত্র ৫১ রানের ব্যবধানে বাকি সব উইকেট পড়ে যায়। জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে হ্যাডলির রেকর্ডের পাশে যান ডাফি, এরপর রোস্টন চেজকে আউট করে রেকর্ড ছাড়িয়ে যান। তারপর জেইডেন সিলসকে আউট করে ব্যবধান আরও বাড়ান তিনি।

ম্যাচ শেষে রেকর্ড ভাঙার অনুভূতি জানিয়ে ডাফি বলেন, লাঞ্চের সময় এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের তালিকা দেখলাম। সেখানে অসাধারণ কিছু নাম ছিল। সেই তালিকায় থাকতে পারা সত্যিই বিশেষ কিছু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here