হ্যাঁ, পা পুড়েছিল, এখন ভালো আছি : আরিফিন শুভ

0
হ্যাঁ, পা পুড়েছিল, এখন ভালো আছি : আরিফিন শুভ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘নূর’। পাশাপাশি আরেকটি নতুন ছবির শুটিং নিয়েও ব্যস্ত তিনি—যদিও সম্প্রতি একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে শুভর শরীরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি হাত দিয়ে নেভানোর চেষ্টা করেন। ভিডিওটি প্রকাশের পর শোনা যাচ্ছিল, তিনি গুরুতর আহত হয়েছেন।

শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা। শুভ বলেন, হ্যাঁ, আগুনে আমার পা বেশটাই পুড়েছিল। তবে এখন আগের তুলনায় ভালো আছি। হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। আর কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকেই নতুন ছবি ‘মালিক’–এর শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে নিশ্চুপ। তিনি বলেন, এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিং। কোন সিনেমার জন্য—তা আপাতত রহস্যই থাকুক। তবে কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসা ঠিক না। সবাইকে অনুরোধ করব এমনটা না করতে।

শুটিং ঘিরে গোপনীয়তার বিষয়ে শুভ বলেন, তিনি শুধুই শিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে কখন ঘোষণা দেওয়া হবে। যতটুকু জানি, এখনো ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। খুব শিগগিরই সব জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here