হোসেনপুরে ওজনে কম দেওয়ায় জরিমানা

0

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়ায় মঙ্গলবার অভিযান চালিয়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।

অভিযানে বিএসটিআই ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here