হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হচ্ছে এআই–ভিত্তিক ছবি এডিটিং ফিচার

0
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হচ্ছে এআই–ভিত্তিক ছবি এডিটিং ফিচার

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি শেয়ার করার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি স্ট্যাটাস এডিটরের ভেতরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–ভিত্তিক ছবি সম্পাদনার নতুন সুবিধা যুক্ত করার পরীক্ষা শুরু করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন স্ট্যাটাস তৈরির সময় আলাদা কোনো ছবি এডিটিং অ্যাপে যেতে হবে না। হোয়াটসঅ্যাপের মধ্যেই মেটা এআই–চালিত বিভিন্ন টুল ব্যবহার করে ছবি সম্পাদনা করা যাবে। প্রথমে এই সুবিধা অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক (বেটা) সংস্করণে দেখা গেলেও এখন আইওএসের বেটা সংস্করণেও ফিচারটি পরীক্ষাধীন অবস্থায় ধরা পড়েছে। আইফোন ব্যবহারকারীদের জন্য এটি টেস্টফ্লাইটের মাধ্যমে চালু করা হয়েছে।

ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএসের কিছু বেটা ব্যবহারকারী ছবি দিয়ে স্ট্যাটাস দেওয়ার সময় নতুন ধরনের একটি এডিটিং ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে আগের ফিল্টারের পাশাপাশি যোগ হয়েছে এআই–ভিত্তিক সৃজনশীল টুল। এসব টুল ব্যবহার করে ছবির রং বা আলো–ছায়া ঠিক করার পাশাপাশি পুরো ছবির ধরন ও আবহ বদলে দেওয়া যাবে। যেমন— থ্রি ডি, কমিক বুক, অ্যানিমে, পেইন্টিং, কাওয়াই, ক্লে, ফেল্ট, ক্ল্যাসিক্যাল কিংবা ভিডিও গেমের মতো বিভিন্ন ভিজ্যুয়াল স্টাইল প্রয়োগ করা যাবে।

নতুন এডিটরে ‘রিডু’ নামের একটি সুবিধাও রয়েছে। কোনো স্টাইল পছন্দ না হলে, একই স্টাইল নতুনভাবে আবার তৈরি করা যাবে। এতে শুরু থেকে ছবি এডিট করার ঝামেলা কমবে। এ ছাড়া এআই টুল দিয়ে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা, নতুন কিছু যোগ করা বা নির্দিষ্ট অংশ আলাদা করে ঠিক করার সুযোগ থাকবে। এসব পরিবর্তনের সময় ছবির পেছনের দৃশ্য যেন স্বাভাবিক থাকে, সেটাও এআই নিজে থেকেই সামঞ্জস্য করবে।

আরও একটি নতুন সুবিধা হিসেবে ছবি অ্যানিমেশন যোগ করা হচ্ছে। এর মাধ্যমে স্থির ছবিকে ছোট আকারের চলমান দৃশ্যে রূপান্তর করা যাবে, যা স্ট্যাটাসকে আরও আকর্ষণীয় করে তুলবে।

বর্তমানে এই সুবিধা সীমিতসংখ্যক আইওএস বেটা ব্যবহারকারীর কাছে চালু রয়েছে। ধাপে ধাপে ও অঞ্চলভেদে ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য এটি চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here