হোয়াটসঅ্যাপে বাড়ছে গোপনীয়তা

0

চ্যাট লক ব্যবহারকারীদের তাদের সবচেয়ে ঘনিষ্ঠ কথোপকথনগুলোকে একটি আলাদা ফোল্ডারে স্থানান্তর করে দেবে, যা শুধু তাদের ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।

এবার হোয়াটসঅ্যাপ গ্রাহকদের নিরাপত্তার কথা চিন্তা করে নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন মেটা চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মার্ক জাকারবার্গ। হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচার চালু করছে। এর ফলে ব্যবহারকারীরা একটি পাসওয়ার্ড ব্যবহার করে তাদের চ্যাট লক করা ও অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখার সুবিধা পাবেন। নতুন এই ফিচার ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে তাদের গোপনীয়তা এবং সুরক্ষার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিতে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। মার্ক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপে নতুন লক করা চ্যাটগুলো আপনার কথোপকথনগুলোকে আরও ব্যক্তিগত করে তুলবে। কথোপকথনগুলো একটি পাসওয়ার্ডে সুরক্ষিত ফোল্ডারে লুকানো থাকবে এবং মেসেজকারী বা পাঠানো মেসেজটি আর দেখাবে না। সংস্থাটি জানিয়েছে, চ্যাট লক ব্যবহারকারীদের তাদের সবচেয়ে ঘনিষ্ঠ কথোপকথনগুলোকে একটি আলাদা ফোল্ডারে স্থানান্তর করে দেবে, যা শুধু তাদের ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। এমনকি অন্য কারও ফোনে অ্যাক্সেস থাকলেও তারা লক করা চ্যাটের বিষয়বস্তু দেখতে পাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here