হোয়াটসঅ্যাপে কল সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
তবে অনেক ব্যবহারকারী এসব গুরুত্বপূর্ণ ফিচারের বিষয়ে অবগত না থাকায় তাদের ব্যক্তিগত চ্যাট ও কল ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে হ্যাকার কিংবা স্ক্যামাররা সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যদি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস ফাঁস হয়ে যায়, তাহলে তার লোকেশন ট্র্যাক করা সম্ভব হতে পারে। এতে ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে। এই ঝুঁকি এড়াতে হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ফিচার হলো ‘Protect IP Address in Calls’।
এই ফিচার চালু থাকলে হোয়াটসঅ্যাপ কল সরাসরি অন্য ব্যবহারকারীর সঙ্গে সংযুক্ত না হয়ে সুরক্ষিত সার্ভারের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে কলের সময় ব্যবহারকারীর আসল আইপি অ্যাড্রেস গোপন থাকে এবং কোনো হ্যাকার বা স্ক্যামার তা ট্র্যাক করতে পারে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে। তাই ব্যবহারকারীদের নিজ উদ্যোগে সেটি চালু করতে হবে।
যেভাবে চালু করবেন ফিচারটি
১. প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন
২. স্ক্রিনের উপরের ডান পাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন
৩. এরপর সেটিংস অপশনে যান
৪. সেখানে গোপনীয়তা অপশনে ট্যাপ করুন
৫. এরপর এডভ্যান্স অপশন নির্বাচন করুন
৬. এখানে প্রটেক্ট আইপি অ্যাড্রাস হস কলস অপশনটি চালু করুন
এই ফিচার চালু হলে আপনার হোয়াটসঅ্যাপ কল আরও নিরাপদ হবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

