অ্যাপে লগ ইন করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য ইমেইল অ্যাড্রেস লিঙ্কের সুবিধা নিয়ে এসেছে মেটা। কয়েকদিন পর থেকেই যেকোনো ইমেইল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এজন্য ফিচারটির রোল আউট প্রক্রিয়া শুরু করে দিয়েছে সংস্থাটি। এর সবচেয়ে বড় সুবিধা হলো ইউজাররা যেন লগ ইন করার সময় কোনো সমস্যায় না পড়েন।
যে কারণে হোয়াটসঅ্যাপে ইমেইল লিঙ্ক
যেভাবে হোয়াটসঅ্যাপে ইমেইল অ্যাড্রেস লিঙ্ক করা যাবে
প্রথমে হোয়াটসঅ্যাপের থ্রি লাইন ডটে ক্লিক করে সেটিংস মেনুতে যেতে হবে। এরপর অ্যাকাউন্টস অপশনে ক্লিক করতে হবে। ইমেইল অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে। এবার যে ইমেইল দিতে চান সেটি এখানে লিঙ্ক করতে হবে। তবে ওই ইমেইল অ্যাকটিভ থাকতে হবে। কারণ সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। এবার OTP (ওয়ানটাইম পাসওয়ার্ড) দিলেই হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আপনার ইমেইল অ্যাড্রেস। নতুন ফিচার ইমেইল ভেরিফিকেশন যুক্ত হলেও, বন্ধ হচ্ছে না আগের মোবাইল নম্বর ভেরিফিকেশন ফিচারটিও।