হোয়াটসঅ্যাপ বার্তা আদান–প্রদানের পাশাপাশি মুখের কথা ধারণ করে অডিও চ্যাট সুবিধা চালু করতে যাচ্ছে। মেটার মালিকানাধীন অ্যাপটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১২ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে।
ভবিষ্যতে আইওএস অপারেটিং সিস্টেমে অডিও চ্যাট–সুবিধা চালু করা হবে। ফলে আইফোনেও মুখের কথা ধারণ করে একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে।