হোয়াটসঅ্যাপের পোল ফিচারে আসছে ছবি সংযুক্ত করার সুবিধা

0

বার্তা আদান-প্রদান, অডিও ও ভিডিও কলের পাশাপাশি হোয়াটসঅ্যাপের পোল ফিচার ব্যবহার করে পরিচিতদের মতামত নেওয়ার সুযোগ রয়েছে। এই ফিচারটি দিয়ে সহজেই নির্দিষ্ট বিষয়ে অন্যদের মতামত জানার সুবিধা মেলে। অনেকেই কোনো কাজ শুরু করার আগে পোল ব্যবহার করে পরিচিতদের পরামর্শ নিয়ে থাকেন। এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও নতুন পণ্যের বাজার চাহিদা নির্ধারণে এই ফিচারটি কাজে লাগায়।

পোল ফিচার আরও আকর্ষণীয় করতে এবার উত্তরের অপশনে ছবি যোগ করার সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা এখন থেকে পোল তৈরি করার সময় প্রতিটি উত্তরের সঙ্গে আলাদা ছবি যুক্ত করতে পারবেন। এতে অপশনগুলো আরও স্পষ্ট ও দৃশ্যমান হবে। তবে, একাধিক অপশনের মধ্যে যদি কোনো একটিতে ছবি যোগ করা হয়, তাহলে সামঞ্জস্য রক্ষার জন্য বাকি সব অপশনেও ছবি যুক্ত করতে হবে।

হোয়াটসঅ্যাপের আপডেট সম্পর্কিত তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডব্লিউএবেটা ইনফো’-এর প্রতিবেদনে জানা গেছে, নতুন এই সুবিধাটি ইতিমধ্যে কিছু বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে এটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য সীমিত থাকবে। পরবর্তীতে গ্রুপ চ্যাট ও ব্যক্তিগত চ্যাটেও ফিচারটি চালু হতে পারে।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য কবে থেকে সর্বজনীনভাবে উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এই ফিচারটি চালু হলে ব্যক্তিগত এবং পেশাগতভাবে মতামত গ্রহণ আরও সহজ ও কার্যকর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here