হোয়াইটওয়াশ থেকে বাঁচতে দোয়া চাইলেন শান্ত!

0

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১৮ হার। এই হারের বৃত্ত ভাঙতে মরিয়া নাজমুল হোসেনরা। আগামীকাল ভোরে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে হারের খোলস ভেঙে বেরিয়ে আসার মিশনে নামবে বাংলাদেশ। ম্যাচটি আবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। প্রথম দু’টি হেরেছে। এবার শেষ ম্যাচে জয় পেলে অন্তত হোয়াইটওয়াশের লজ্বা এড়ানো যাবে। শেষ ম্যাচটা যেন জিততে পারে দল সেজন্য দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৪৪ রানের ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভাগ্যের চাকা ঘুরেনি। তাই শেষ ম্যাচের আগে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া নিউজিল্যান্ডে খেলছে বাংলাদেশ। শান্ত মনে করেন দলে অভিজ্ঞতার ঘটতি আছে। তবে জুনিয়রদের পারফরম্যান্সে খুশি তিনি।

হোয়াইটওয়াশ এড়াতে শান্ত চাইলেন দোয়া, ‘ব্যক্তিগত দুই-একটা পারফর্মম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে ওই পারফর্মম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’

নেপিয়ারে নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারতো আমার ব্যাটিং নিয়ে। কিন্তু দুইটা ইনিংস গিয়েছে আমি চিন্তা করছি না কারণ একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিদিন রান করব এমন না। যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here