হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

0

টি-২০ সিরিজে নামার আগে আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে খেলবে আফগানিস্তান ও বাংলাদেশ দল। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে আফগানিস্তান। আজকের ম্যাচটি হাতছানি দিচ্ছে রশিদ খান, মুজিব উর রেহমানদের ইতিহাস গড়ার। 

যদি জিতে যায়, তাহলে প্রথমবারের মতো টাইগারদের হোয়াইটওয়াশ করবে। এমন কঠিন সমীকরণের ম্যাচটি আবার মানসম্মান বাঁচানোর লড়াই লিটন দাস, সাকিব আল হাসানদের। ঘরের মাঠে ২০১৪ সালের পর পুনরায় হোয়াইটওয়াশ এড়াতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। জিততেই হবে। জিতলে হোয়াইটওয়াশের লজ্জা এড়াবে। 

গেল ম্যাচের মতো শেষ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যেতে পারে নাঈম শেখ এবং লিটন দাসকে। শেষ ম্যাচে ১৩ রান করে ফিরে যাওয়া নাঈমের উপর এ ম্যাচেও আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে এবং ছয়ে যথারীতি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমকে দেখা যেতে পারে।

নাম্বার সেভেন নিয়ে এখনও সবার আস্থার জায়গা পুরোপুরি ফিট হয়নি। বর্তমানে এই পজিশনে ব্যাট করা আফিফ হোসেনও পাচ্ছেন না রান। গেল ম্যাচে ফিরেছিলেন গোল্ডেন ডাক করে। তবে শেষ ম্যাচেও তাকে দেখা যেতে পারে এই পজিশনে। আটে মেহেদী হাসান মিরাজ। এবাদতের হোসেনের ইনজুরিতে দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। গুঞ্জন রয়েছে হাসান মাহমুদের জায়গা খেলবেন শরীফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here