বিশ্বকাপ শুরুর আগে প্রতিবারই বিশ্ব ভ্রমণে বের হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ট্রফি। তারই অংশ হিসেবে এখন বাংলাদেশে রয়েছে পরম আরাধ্য সেই সোনালি ট্রফি। গতকাল প্রথমদিন পদ্মা সেতুতে ফটোসেশনের পর আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্বকাপের ট্রফি রয়েছে হম অব ক্রিকেটখ্যাত মিরপুরের শের-ই-বাংলা-জাতীয়-ক্রিকেট স্টেডিয়ামে।
মিরপুরে বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের কোচিং স্টাফ এবং বিসিবি কর্মকর্তারাও ছবি তুলেছেন ট্রফির সঙ্গে।
এর আগে, গত রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপের ট্রফি আসে বাংলাদেশে। গতকাল সোমবার পদ্মা সেতুতে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে রাখা হয় ট্রফিটি।
আজ মিরপুরের হোম অব ক্রিকেটে ট্রফি প্রদর্শন আর ফটোসেশনের জন্য আগামীকাল বুধবার (৯ আগস্ট) রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন।