‘হোটেল রিল্যাক্স’-এ মেতেছে ব্যাচেলররা

0

ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে স্ট্রিমিং হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদে উপলক্ষে ছয় পর্বের তারকাবহুল সিরিজটি গত ২৪ এপ্রিল মুক্তি পায়, এরপর থেকেই বেশ আলোচনা সৃষ্টি করেছে। সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেইসব মানুষদের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা। 

অ্যাপে মুক্তির দু’দিনের মধ্যে ‘হোটেল রিল্যাক্স’ দেখে দর্শকরা বলছেন, ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে। থ্রিলার সাসপেন্স গল্পের হুড়োহুড়ির মধ্যে পূর্ণ বিনোদন দিচ্ছে ‘হোটেল রিল্যাক্স’। বিশ্বব্যাপী ওটিটির কনটেন্টগুলোতে দর্শকরা ক্রাইম-থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা অমি।

হোটেল রিল্যাক্স এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বঙ্গ এর প্রথম ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স। প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে। বঙ্গ এর ক্যাপাসিটি ব্রেক করছে। লাইভ ক্রিকেট ম্যাচে প্রচারে যেমন দর্শক পড়ে একইভাবে এই সিরিজটি দেখতে দর্শকদের সাড়া মিলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here