হেসেছে সাকিবের ব্যাট, ঢাকাকে ১৭৬ রানের টার্গেট দিল রংপুর

0

অবশেষে বিপিএলের চলতি আসরে কাঙ্ক্ষিত রানের দেখা পেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের এই ব্যাটার ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। সবমিলিয়ে দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর। 

ওপেনিংয়ে নেমে ২৪ বলে ৩৯ রানে ঝোড়ো ইনিংস খেলেন রংপুরের রনি তালুকদার। আর ধীরে সুস্থে ৪৩ বলে ৪৭ রানে ইনিংস খেলেছেন বাবর আজম। তিন ক্রিকেটারের ত্রিশ পেরোনো ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় রংপুর। 

দলের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে আসেন সাকিব। বাবর আজমের সঙ্গে একটা ভালো জুটিও গড়ে তুলেছিলেন তিনি। তবে বাবর ৪৩ বলে ৪৭ করে আউট হওয়ার পর ফিরে যান সাকিবও। ৩ ছক্কার সঙ্গে ১ চারে ২০ বলে ৩৪ রান করে বিদায় নেন সাকিব। চলতি বিপিএলে এটাই তার সর্বোচ্চ রান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here