হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে স্বল্পমূল্যে মানসম্পন্ন ক্যানসার কেমোথেরাপি

0
হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে স্বল্পমূল্যে মানসম্পন্ন ক্যানসার কেমোথেরাপি

ক্যান্সার রোগীদের সেবায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল স্বল্পমূল্যে মানসম্পন্ন কেমোথেরাপি ডে-কেয়ার সেন্টার সম্প্রসারণ করেছে। 

সোমবার সকালে এই সেন্টারের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসেন, হেলথ অ্যান্ড হোপের ব্যবস্থাপনা পরিচালক ডা. পংকজ কান্তি সূত্রধর, পরিচালকমণ্ডলীর সদস্য এবং মেডিকেল অনকোলজিস্ট অধ্যাপক সারওয়ার আলম, পরিচালকমণ্ডলীর সদস্য অধ্যাপক কাজী রকিবুল ইসলাম, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মাহামুদ হোসেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক, চয়ন আহমেদ ও এ বি এম হাসানুজ্জামান সহকারী ব্যবস্থাপক।

উপস্থিত বক্তারা ক্যানসার চিকিৎসা সহজলভ্য করা ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এখানকার মানসম্মত সেবা ভবিষ্যতে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমাবে বলে মনে করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here