মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া সুইচ গেট এলাকা থেকে মোঃ সোহেল রানাকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় তার কাছ থেকে দশ গ্রাম হেরোইন ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জের ইনচার্জ (ভারপাপ্ত), মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতার সোহেল রানার কাছ থেকে দশগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। তার বিরুদ্ধে আরো ষোলটি মামলা রয়েছে।
বিডি প্রতিনিধি/নাজমুল