অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-২ গোলে হেরে স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা দেল রে থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবে দলের এমন হারে মোটেই বিচলিত নন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। উল্টো দলের পারফর্ম্যান্স নিয়ে গর্বিত তিনি। বার্সেলোনার ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মনে করেন ক্লাবের এই কিংবদন্তি।
ম্যাচের পর জাভি বলেন, ‘সব বড় ক্লাবেই কোচদের তাকিয়ে থাকতে হয় ট্রফির দিকে। তবে দুর্দান্ত একটি দলের বিপক্ষে আমরা আজকে যেভাবে লড়াই করেছি, বিশেষ করে তরুণরা, তাতে আমি গর্বিত। আমার মনে হয়, বড় কিছুর পথে সূচনা চলছে এখন। বার্সার ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল।’
ম্যাচে বার্সেলোনাকে জয়ের আশা দেখানো গোলটা করেছিলেন ইয়ামাল। আবার নির্ধারিত সময়ের শেষ দিকে একটি সুযোগ হাতছাড়াও করেছেন তিনি। তবেএ জন্য তাকে কাঠগড়ায় তুলতে চান না বার্সেলোনা কোচ, ‘বাচ্চা ছেলেটাকে দোষ দেওয়ার কিছু নেই। স্রেফ ১৬ বছর বয়সী বাচ্চা, যে অসাধারণ খেলছে। সুযোগ তৈরিও করেছে তো সে নিজেই।’