দেশহেয়ার রোডে ২ গাড়ি ও কাকরাইলে বাস ভাঙচুরBy AmarNews.com.bd - October 28, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে দুইটি পিক-আপ ভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১১ টায় কাকরাইলের হেয়ার রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে এই ঘটনা ঘটে। এদিকে একই সময়ে কাকরাইল মোড়ে একটি বাস ভাঙচুর করা হয়।