১৭৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল রাজস্থান রয়্যালস। জস বাটলার, যশস্বী জয়সোয়াল আর দেবদূত পাড়িকল দ্রুতই সাজঘরে ফেরেন। আর টপারদের হারিয়ে একরকম বড় বিপদেই পড়ে রাজস্থান।
তবে কাপ্তান সঞ্জু স্যামসন হাল ধরেন। ৩২ বলে ৬০ রান করেন সঞ্জু। তারপরের গল্পটা পুরোপুরি ক্যারিবীয় ব্যাচার শিমরন হেটমায়ারের। তিনি পাঁচ ছক্কার দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ গুজরাটকে জিততে দেননি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ধ্রুব জুরেল ও রবিচন্দ্র অশ্বিন। জুরেল ১০ বলে ১৮ এবং অশ্বিন ৩ বলে ১০ রান করেন।
গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে গুজরাটের করা ১৭৭ রান ৪ বল হাতে রেখেই পেরিয়েছে রাজস্থান রয়্যালস।