হেইজেলউডকে নিয়ে গভীর চিন্তায় অজিরা

0

দুয়ারে কড়া নাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজ। গুরুত্বপূর্ণ এই দুই লড়াইয়ে জশ হেইজেলউডকে পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কায় আছে অস্ট্রেলিয়া। অনিশ্চয়তার সেই মেঘ অবশেষে কাটতে শুরু করেছে।  ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সোমবার জানিয়েছে, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ পেসার হেইজেলউডকে পাওয়ার আশা করছে তারা। 

১৮ মাস ধরে চোটের সঙ্গে লড়াই করছেন হেইজেলউড। বাম পায়ের অ্যাকিলিসের চোটে গত জানুয়ারির পর চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএল দিয়ে আবার মাঠে ফেরেন ৩২ বছর বয়সী এই পেসার। কিন্তু চোট তার পিছু ছাড়েনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে তিন ম্যাচ খেলতেই ছোট একটি চোটে তাকে ফিরে যেতে হয় দেশে। গত ৯ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেন তিনি সবশেষ ম্যাচ। 

অ্যাশেজের আগে চোট হানা দিয়েছে ইংল্যান্ড শিবিরেও। কনুইয়ের চোটে পুরো গ্রীষ্ম মৌসুম থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার জফ্রা আর্চার। কুঁচকির চোটে ভুগছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন দলটির আরেক পেসার অলিভার রবিনসন।  ২০২১ সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে অ্যাশেজ ট্রফি এখন অস্ট্রেলিয়ার কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here