লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। তাতে রেকর্ড মূল্যবৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এই ডিজিটাল মুদ্রার দর।
মঙ্গলবার একপর্যায়ে ভার্চুয়াল এ মুদ্রাটির দর গিয়ে দাঁড়ায় ৬৮ হাজার ৮১৮ ডলারে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
করোনা মহামারীর সংকট কাটিয়ে বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন কমতে শুরু করে বিটকয়েনের দাম। তাতে অনেকে আবারও এ মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল। ২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুড়েই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল।
তবে মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে। ২০২৪ সালে এখন পর্যন্ত বিশ্ববাজারে বিটকয়েনের দর বেড়েছে ৫০ শতাংশ। যার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪২ শতাংশ।
এ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি ক্রিপ্টো মুদ্রার জন্য উল্লেখযোগ্য অগ্রগতি।
জানা গেছে, ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ করে ৩৮ হাজার ডলারে নামে। পরে তা আবারও বাড়তে শুরু করে। স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়। সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স, ডেইলি মেইল