হুমকির ঘটনায় ওপেনএআইয়ের সানফ্রান্সিসকো অফিসে নিরাপত্তা জোরদার

0
হুমকির ঘটনায় ওপেনএআইয়ের সানফ্রান্সিসকো অফিসে নিরাপত্তা জোরদার

হুমকির কারণে ওপেনএআইয়ের সানফ্রান্সিসকো অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর অনুসারে, শুক্রবার (স্থানীয় সময়) সকাল থেকে কর্মীদের ভবনেই অবস্থান করতে বলা হয়। অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়, এক ব্যক্তি ওপেনএআই কর্মীদের শারীরিক ক্ষতির হুমকি দিয়েছেন এবং তিনি আগে স্টপ এআই (Stop AI) আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আগেও প্রতিষ্ঠানের সানফ্রান্সিসকো অফিসে উপস্থিত হয়েছিলেন।

সকাল ১১টার কাছাকাছি সানফ্রান্সিসকো পুলিশ জরুরি নম্বরে একটি কল পায়। এতে বলা হয়, মিশন বে এলাকায় ওপেনএআই কার্যালয়ের কাছে এক ব্যক্তি অন্যদের ক্ষতি করার হুমকি দিচ্ছিলেন। পুলিশের স্ক্যানার যোগাযোগে ধারণা করা হয়—তিনি অস্ত্র কিনে থাকতে পারেন এবং অন্য অফিসগুলোও তার লক্ষ্যবস্তু হতে পারে।

ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি আর Stop AI–এর সঙ্গে নেই। পুলিশ ও ওপেনএআই কেউই তাৎক্ষণিক মন্তব্য দেয়নি। তবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগে সন্দেহভাজন ব্যক্তির তিনটি ছবি শেয়ার করা হয়।

ওপেনএআইয়ের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সক্রিয় কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। কর্মীদের অফিস থেকে বের হওয়ার সময় পরিচয়পত্র খুলে রাখা এবং ওপেনএআইয়ের লোগোযুক্ত পোশাক না পরার নির্দেশ দেওয়া হয়।

গত কয়েক বছরে Stop AI, Pause AI ও No AGI নামের কয়েকটি গোষ্ঠী এআই–এর ঝুঁকি নিয়ে সানফ্রান্সিসকোর বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছে। Stop AI–এর কয়েকজন সদস্য আগেও ওপেনএআই কার্যালয়ের সামনে প্রতিবাদ ও অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here