চলতি সপ্তাহের শুরুর দিকে একটি গ্রিক মালিকানাধীন মার্শাল দ্বীপপুঞ্জ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারে মিসাইল হামলা চালায় ইয়েমেনের হুথিরা। লাক্স নামের ওই জাহাজটি খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
জানা গেছে, হামলার পর লাক্স নামের জাহাজটি প্রাথমকিভাবে গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ-কে তালিকাভুক্ত করেছিল। তবে বৃহস্পতিবার সেটি ইরানের বন্দর খোমেনিকে তালিকাভুক্ত করে বলে জানা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জিবুতি থেকে একটি দল হামলার কারণে জাহাজে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছে। তারা বলেছে- হামলায়য় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে। তবে জাহাজে কোনও বিপজ্জনক বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
ফরাসি নৌবাহিনী প্রকাশিত ছবিতে জাহাজের জলরেখা এবং ডেকে আঘাতের চিহ্ন দেখা গেছে।
প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবারের ওই হামলায় লাক্স নামক জাহাজে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। হামলার আগে হুথিদের কাছ থেকে রেডিও মাধ্যমে কোনও পূর্ব সতর্কতা দেওয়া হয়নি বলেও দাবি করা হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানগামী একটি জাহাজে হামলা করেছিল হুথিরা। সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল